এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নরসিংদীর পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল সরকার (৩০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
নিহত রাসেল সরকার শিবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের সবুজ সরকারের ছেলে ও শিবপুরের দুলালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, সকালে ওই সাবেক ইউপি সদস্য ঘোড়াশাল সার কারখানা থেকে কাজ শেষে শিবপুরে তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।







