এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এবারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছিলেন দুই টেনিস তারকা কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। এমন অঘটনের মাঝে ফাইনালে ওঠে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা টেলর ফ্রিটজ ও ইতালিয়ান তারকা জনিক সিনার। শেষপর্যন্ত ঘরের মাঠের দর্শকদের হতাশ করে শিরোপা নিজের করে নেন ইতালিয়ান সিনার।
যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার রাতে টেলরকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমের সরাসরি সেটে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্লামটা নিজের করে নিলেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনের পর এ বছর ইউএস ওপেনও জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
আসর শুরুর আগে ডোপ বিতর্ক জড়িয়েছিলেন ২৩ বর্ষী সিনার। সেই বিতর্ক পার করে চ্যাম্পিয়ন হয়েই থামলেন তিনি। একইসঙ্গে নতুন ইতিহাসও গড়েছেন। প্রথম ইতালিয়ান হিসাবে ইউএস ওপেন জিতলেন সিনার।
ঐতিহাসিক শিরোপা জয়ের পর সিনার বলেছেন, ‘আমার ধারণা খুবই ভালো করছি। এই শিরোনামের ব্যাপ্তি অনেক, কারণ আমার ক্যারিয়ারের অনেকটা সময় সহজ ছিল না। আমি টেনিস ভালোবাসি, এই পর্যায়ে আসতে প্রচুর অনুশীলন করতে হয়েছে। এই খেলায় মানসিক ভাবে ফিট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই টুর্নামেন্টে। আমি খুব খুশি, দলের সঙ্গে মুহূর্তটি ভাগ করতে পেরে গর্বিত।’








