শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ১২ ওয়ানডে ও ১৮ টি-টুয়েন্টি খেলেছেন শেহান জয়াসুরিয়া। ২০১৫ সালে অভিষেকের পর ২০২০ সালে সবশেষ লঙ্কান জার্সিতে খেলেছেন ৩৪ বর্ষী অলরাউন্ডার। লঙ্কান সাবেক ক্রিকেটারকে নিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে যুক্তরাষ্ট্র। নেই নিয়মিত অধিনায়ক অ্যারন জোন্স। আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভেঙে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক প্যাটেল।
বিশ্বকাপে এ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। সঙ্গী ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নামবে তারা। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চেন্নাইতে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, আন্দ্রেস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুকামলা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নসথুস কেনজিগে, শ্যাডলি ফন শ্যালকভিক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন ও শুভাম রঞ্জন।







