যুক্তরাজ্য শিগগিরই ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের একটি অংশকে ফেরত পাঠানো শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ফ্রান্সের সঙ্গে একটি নতুন পাইলট চুক্তির আওতায় এই প্রক্রিয়া শুরু হবে।
আজ (১১ জুলাই) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফ্রান্স সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে স্টারমার জানান, ‘ওয়ান ইন, ওয়ান আউট’ ভিত্তিক এই পরিকল্পনার আওতায় যুক্তরাজ্যে যেসব অভিবাসী অবৈধভাবে প্রবেশ করছে, তাদের কিছু সংখ্যককে ফেরত পাঠানো হবে এবং বিনিময়ে যুক্তরাজ্য সমপরিমাণ যাচাইকৃত আশ্রয়প্রার্থীকে গ্রহণ করবে।
চুক্তির বিস্তারিত এখনও স্পষ্ট নয়। তবে জানা গেছে, প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্ক যাচাইকৃত আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্য গ্রহণ করবে। ফ্রান্সে অবস্থানরত ও যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। যেসব দেশের মানুষ সাধারণত পাচারকারীদের টার্গেট হন অথবা যাদের যুক্তরাজ্যে আত্মীয়স্বজন বা পরিচিতজন রয়েছেন তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।
স্টারমার বলেন, এই ‘গ্রাউন্ডব্রেকিং’ পরিকল্পনা মানব পাচারকারীদের মডেল ভাঙবে এবং এটি সফল হলে আরও সম্প্রসারিত হবে। ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা হবে এখন থেকে নিষ্ফল।








