মুসলিম বিশ্বের জন্য ২০৩০ সাল হবে একটি বিরল ও ঐতিহাসিক বছর, কারণ এই বছরে মুসলমানেরা এক বছরে দুইবার রমজান পালন করবেন এবং দুটি ঈদুল ফিতর উদযাপন করবেন। এর সঙ্গে যোগ হবে ঈদুল আজহাও, ফলে ওই বছর তিনটি ঈদ পালিত হবে।
এমন ঘটনা প্রায় ৩২ বছর পর পর ঘটে, এরপরে আবার এটি ঘটবে ২০৬৩ সালে।
গালফ নিউজ জানিয়েছে, এটি ঘটছে ইসলামিক ক্যালেন্ডারের বিশেষ বৈশিষ্ট্যজনিত কারণে। ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল, যেখানে এক বছর থাকে ৩৫৪ থেকে ৩৫৫ দিন, আর সৌর ক্যালেন্ডার (গ্রেগরিয়ান ক্যালেন্ডার) থাকে ৩৬৫ দিনের। দুই ক্যালেন্ডারের মধ্যে ১০ দিনের ব্যবধান থাকার ফলে প্রতি ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়বে।
এটি একদিকে বৈজ্ঞানিক, অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০৩০ সালে, রমজান মাসের প্রথম অংশ শুরু হবে ৫ জানুয়ারি, আর দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর। এর মানে হল যে, ওই বছর মুসলমানরা দুইবার রমজান পালন করবেন এবং দুটি ঈদুল ফিতর উদযাপন করবেন।
এছাড়া, ওই বছরে ঈদুল আজহা ও ঈদুল ফিতর দুইবার অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতি তখনই তৈরি হয় যখন জানুয়ারির প্রথম ১০ দিনের মধ্যে ঈদুল আজহা এবং দুটি রমজান হয়। ১৯৬৮ ও ২০০০ সালে এমনটি ঘটেছিল।


