আনোয়ারুল আলম: নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউনিয়নের বাড়াইপাড়ার গ্রামের আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)।
স্থানীয়রা জানান, একসময় পাড়ে তাদের পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে খুঁজতে নামেন স্বজনসহ গ্রামবাসীরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।







