এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আগামী (১৮ মার্চ) মঙ্গলবার কথা বলার পরিকল্পনা করেছেন।
বিবিসি জানিয়েছে, আজ (১৬ মার্চ) রোববার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে করে যাত্রার সময় তিনি সাংবাদিকদের কাছে এই ঘোষণা দিয়ে জানান, সপ্তাহান্তে অনেক কাজ হয়েছে এবং মঙ্গলবার তাদের বলবার মতো কিছু আছে কিনা তা তারা দেখবেন।
পুতিনের সাথে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা ভূমি নিয়ে কথা বলব। এটি যুদ্ধের আগের তুলনায় অনেক আলাদা। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা বলব, এটি একটি বড় বিষয়। তবে আমরা ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের সঙ্গে অনেক আলোচনা করেছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা এই সম্পর্কে কথা বলছি। আমরা দেখতে চাই যে আমরা সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না। হয়তো আমরা পারব, হয়তো পারব না, কিন্তু আমি মনে করি আমাদের খুব ভালো সুযোগ আছে।







