প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে মেয়েদের ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের ব্রিওনি পেজ। আসরে ব্রিটেনের নবম স্বর্ণপদক এটি, সবমিলিয়ে ২৫তম পদক।
শুক্রবার মেয়েদের ইভেন্টটিতে সোনা জয়ের পথে ৫৬.৪৮০ স্কোর গড়েন ব্রিওনি। ২০১৬ রিও অলিম্পিকে রৌপ্য এবং ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এবার প্রথম স্বর্ণ জয়ের স্বাদ পেলেন ব্রিটিশ অ্যাথলেট।
রৌপ্য জিতেছেন শরণার্থী দলের অ্যাথলেট ভিয়ালেতা বার্জিলুস্কায়া। দেশের পরিচয় হীন আসরে খেলতে আসা অ্যাথলেটদের প্রথম পদক এটি। ৫৬.০৬০ স্কোর গড়েছেন তিনি। ৫৫.৬৫০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার মেটহট সোফিয়ান।








