রানের গতি শুরুতে কম হলেও ম্যাচে ফিরেছে শ্রীলঙ্কা। দলীয় ১৮ ও ৫২ রানে দুই উইকেট হারালেও ব্যাট হাতে ঝড় তুলেছেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। তুলে নিয়েছেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। তাতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে সফরকারী দলটি।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান। কুশল মেন্ডিস ৮৩ ও অ্যাঞ্জেলো ম্যাথুস এক রানে ক্রিজে আছেন।
অষ্টম ওভারে রিশাদ হোসেনের হাতে বল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বলে ম্যাচের প্রথম ছক্কাটি মারেন কুশল মেন্ডিস। তবে রিশাদের ওপর চড়াও হলেও ভুল করেন কামিন্দু মেন্ডিস। সামনে এসে তুলে মারলেও নিয়ন্ত্রণে ছিল না কামিন্দুর। তালুবন্দি করেন শরীফুল। তাতে ২৭ বলে ৩৪ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন কামিন্দু।
এরপর দলীয় ১১১ রানের মাথায় ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। ওয়ানিন্দু হাসরাঙ্গা আপার কাট খেলতে গিয়ে ক্যাচ দেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলামের হাতে। এক চার ও এক ছয়ে ১৩ বলে রান করেন টপ অর্ডার এই ব্যাটার।
৩ রানের বেশি করতে পারেননি চারিথ আসালাঙ্কা। মোস্তাফিজুর রহমানের বলে ডিপ থার্ড ম্যাচে শরিফুলের হাতে ধরা পড়েন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চতুর্থ ওভারের প্রথম বলে তাসকিন লঙ্কানদের প্রথম উইকেট তুলে নেন। স্ট্রোক খেলতে গিয়ে ৮ রান করা ধনঞ্জয়া মিডউইকেটে সৌম্য সরকারের তালুবন্দি হন। অতিথিদের দলীয় স্কোর তখন ১৮।
প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হারে স্বাগতিকরা। দ্বিতীয়টিতে টাইগারদের ৮ উইকেটের বড় জয়ে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ ২০২৪।







