মৌসুম শেষ হয়ে গেল স্প্যানিশ উইঙ্গার ফেররান তরেসের। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারে বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না ২৫ বর্ষী তারকা। উয়েফা নেশনস লিগে খেলাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তার।
তরেসের অস্ত্রোপচার নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বার্সেলোনা। লিখেছে, ‘গত রাতে অ্যাপেন্ডিসাইটিসে দলের খেলোয়াড় ফেররান তরেসের সফল অস্ত্রোপচার হয়েছে। ক্লাবের মেডিকেল সার্ভিসের তত্ত্বাবধানে বার্সেলোনা হাসপাতালের ডাক্তার করোলিউ এবং বোরাস অস্ত্রোপচারটি করেছেন।’
অস্ত্রোপচারে তরেসের লিগের সাথে নেশনস লিগেও খেলতে পারা নিয়ে শঙ্কা রয়েছে। ৫ জুন সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে লা-রোজারা। তখনও মোটামুটি সেরে উঠতে সময় লাগবে এ উইঙ্গারের।
স্পেনের ঘরোয়া লিগ লা লিগা শেষ হওয়ার পরদিন ২৬মে কোচ লুইস ডে লা ফুয়েন্তে সেমিফাইনালের জন্য দল ঘোষণা করবেন। জাতীয় দলের সবাই ৩১মে একসাথে হবেন। তার আগে রাতে এস্পানিওল, পরে ভিয়ারিয়াল এবং সবশেষ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে নামবে তার দল বার্সেলোনা।








