রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও তার সমমনা দলগুলি। আজ বুধবার (১২ জুলাই) দুপুর ২টার পর থেকে পল্টন-প্রেসক্লাব এলাকার আশেপাশে এসব সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির সমাবেশটি হবে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায়।

অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীণ দল আওয়ামী লীগ ও তার সমমনা দলগুলোও সমাবেশ করবে।
বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। মহানগর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।








