হিট স্ট্রোক করে বলিউড বাদশা শাহরুখ হাসপাতালে ভর্তি হয়েছিলেন! এমন খবরে বুধবার দুপুর থেকেই উদ্বিগ্ন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অগনিত শাহরুখ ভক্ত। অভিনেতা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতিও পাওয়া যাচ্ছিলো না।
শাহরুখের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাতে গণমাধ্যমে মিশ্র খবর শোনা যাচ্ছিলো। কেন অফিশিয়াল বিবৃতি দেয়া হচ্ছে না, এ নিয়েও অনেকে সমাজমাধ্যমে লেখালেখি শুরু করেন। যদিও বুধবার সন্ধ্যায় শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু এবং কেকেআর এর সহযোগী কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা জানান, শাহরুখ আগের চেয়ে সুস্থ আছেন।
জুহি চাওলার পর এবার এ নিয়ে এক্স হেন্ডেল (সাবেক টুইট) থেকে এক পোস্ট করেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। যিনি সার্বক্ষণিক বাদশা এবং তার পরিবারের সঙ্গী।
এক্সে পূজা লিখেন,“মিস্টার খানের সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।”
পূজার কাছ থেকে এমন খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন শাহরুখ ভক্তরা। এদিকে জুহি চাওলা জানিয়েছেন,‘শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রবিবার দলকে (কেকেআর) সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল।’
আহমেদাবাদে আইপিএলে নিজের দলের খেলা দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ভয়ঙ্কর গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় তাকে বুধবার (২২ মে) দুপুরবেলা তড়িঘড়ি আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
To all of Mr Khan’s fans and well wishers – he is doing well. Thank you for your love, prayers and concern 🙏
— Pooja Dadlani (@pooja_dadlani) May 23, 2024








