এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু বিএনপি’র পক্ষ থেকে সহায়তা করলে হবে না। সরকারের পক্ষ থেকেও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হবে।
তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে।







