সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও দুর্ভোগহীন হয়েছে।
তিনি আজ সকালে রাজধানীর বিমানবন্দরে নির্মিত ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফিরতি ঈদযাত্রাও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।







