মানুষের কাছে যে কোনো বার্তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার এখন ডিজিটাল মাধ্যম। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেও এই মাধ্যমের ব্যবহারই সবচেয়ে বেশী। সেই বাস্তবতায় ডিজিটাল প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ভোটারদের সঙ্গে আবেগী ও সাংস্কৃতিক সংযোগ তৈরির লক্ষ্যে দলটি প্রকাশ করেছে একটি নির্বাচনী থিম সং- ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত গানটিতে বিএনপির বহুল ব্যবহৃত স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের রাজনৈতিক দর্শন ও বার্তা সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
থিম সংটির কথা ও সুর করেছেন তানভীর চৌধুরী। এতে কণ্ঠ দিয়েছেন ‘চলো নিরালায়’ খ্যাত চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আতিয়া আনিশা ও নিলয়। গানের চিত্রায়ণে আবহমান বাংলার প্রকৃতি, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়েছে, যা দলটির রাজনৈতিক অবস্থান ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।
গানটির ভিডিওতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি দলীয় ইতিহাস ও নেতৃত্বের ধারাবাহিকতাকে সামনে এনেছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলীয় নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই থিম সং মাঠপর্যায় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে।








