দুবাইয়ে তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’বা সোনার রাস্তা। আমিরাতের নতুন গোল্ড ডিস্ট্রিক্ট আনুষ্ঠানিকভাবে চালুর সময় এই ঘোষণা দিয়েছে ইথ্রা দুবাই। প্রকল্পটির বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার ২৭ জানুয়ারি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রকাশিত এক প্রতিবেদনে ইথ্রা দুবাই জানায়, গোল্ড ডিস্ট্রিক্টের মধ্যেই নির্মিত হবে এই ব্যতিক্রমধর্মী সোনার রাস্তা, যা বিশ্বে প্রথমবারের মতো সোনা দিয়ে তৈরি অবকাঠামোর ধারণাকে বাস্তব রূপ দেবে। এটি দুবাইকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্য ও পর্যটনের নতুন আইকন হিসেবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সাল থেকে ২০২৫ সাল সময়ে আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এ সময় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বৈশ্বিকভাবে ভৌত সোনা বাণিজ্যের ক্ষেত্রে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।

তথ্য সূত্রে আরও জানান, ‘স্বর্ণের নতুন বাড়ি’ হিসেবে পরিচিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সোনা ও গহনা সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এখানে খুচরা বিক্রি, সোনার মুদ্রা, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ–সবকিছুরই সুযোগ থাকবে। এই ডিস্ট্রিক্টে সোনা ও গহনার পাশাপাশি সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রেতা থাকবে।
ইতিমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো শীর্ষ ব্র্যান্ড সেখানে ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। পাশাপাশি জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়, ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ স্টোর স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইথ্রা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সম্ভাবনাকে একত্রিত করেছে।

দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) সিইও আহমেদ আল খাজা বলেন, সোনা দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঐতিহাসিক গন্তব্যের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য উদযাপনের পাশাপাশি সৃজনশীলতা ও স্থায়িত্বভিত্তিক একটি নতুন যুগের জন্য তা পুনর্কল্পনা করছি।
সংশ্লিষ্টরা ধারনা মতে, বিশ্বের প্রথম সোনার রাস্তা ও গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্প দুবাইকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।








