২০০৯ সালের পর আবারও দেখা মিলল ‘ব্লু সুপারমুন’ এর। পৃথিবীর অনেকটা কাছে চলে এসেছিল একমাত্র উপগ্রহটি। পৃথিবী থেকে এর দূরত্ব ছিলো মাত্র ৩ লাখ ৫৭ হাজার ৩৪৪ কিলোমিটার। সে কারণেই এটি ছিলো ‘ব্লু মুন’।
সংবাদ মাধ্যম বিবিসি বিশ্বের বিভিন্ন স্থান থেকে মনোরম এই চাঁদের দৃশ্য ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে।
গ্রীসের এথেন্সের কাছে পসেইডনের প্রাচীন মন্দিরে ব্লু সুপারমুন দেখতে জড়ো হয় মানুষ
তুরস্কের ইস্তাম্বুলের গালাতা টাওয়ারের চূড়ার ওপর চাঁদের দৃশ্য
মিশরের গিজা পিরামিডের ওপর
রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি ছিল লাল রঙের
ইংল্যান্ডের উপর চাঁদকে যেন “ফ্যাকাশে” মনে হচ্ছে
চাঁদ ইসরায়েলের রোশ হায়াইন শহরের কাছে একটি প্রাচীন দুর্গের উপর দিয়ে ঘুরছে বলে মনে হচ্ছে