২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে আলোচনায় আসে বাংলাদেশি ছবি ‘দ্য স্ট্রেঞ্জার’ (আগন্তুক)। সেই ছবিটি প্রথমবার দেখতে পারবেন ঢাকার দর্শক!
চলমান ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে যে দশটি সিনেমাটি মনোনীত হয়েছে, তারমধ্যে অন্যতম তরুণ নির্মাতা বিপ্লব সরকার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘আগন্তুক’।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ৮১ মিনিট ব্যাপ্তীর এই সিনেমাটি উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখতে পারবেন দর্শক। উৎসবের ৮ম দিন শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশে প্রিমিয়ার হবে ‘আগন্তুক’-এর।
ছবির গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বন্দ্ব সরল ও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে চলচ্চিত্রে।

‘আগন্তুক’-এ অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা রহমান সুমী, রতন দেব, ইহান রশীদ, সালমান রহমান প্রমুখ। ছবির চিত্রগ্রহণে আছেন মাজহারুল রাজু, শিল্প নির্দেশনায় যৌথভাবে রয়েছেন ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়।








