এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে তার আবেদনের প্রেক্ষিতে প্রক্টর পদ থেকে ৬ আগষ্ট থেকে অব্যাহতি প্রদান করা হল। একইসাথে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হল।
দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
নিয়োগের পর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করি। এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তী রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/09/SUST-Proctor-750x536.jpg)







