বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পেছাবে। দেশে বিনিয়োগ ও বাণিজ্যে স্থবিরতা দেখা যাবে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি আশা করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতান্ত্রিক ধারায় ফিরবে। সোমবার দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বলেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলছে।








