ভারতের বৃন্দাবনে একটি বানর একজন ব্যক্তির আইফোন চুরি করে পালিয়ে যায়। তবে শুধু চুরি করে পালিয়ে গেলে ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু এরপর যা ঘটেছে তা খুবই অদ্ভুত ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৬ জানুয়ারি বৃন্দাবনের শ্রী রাঙ্গনাথ জি মন্দিরে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ভিডিওতে দেখা যায়, একটি দেয়ালের ওপর দু’টি বানর বসে আছে। এর মধ্যে একটি বানরের হাতে রয়েছে আইফোন। দেয়ালের নিচে উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায় ভিডিওতে। আইফোনের মালিক বানরের কাছ থেকে তার ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন। এমন সময় কেউ একজন নিচ থেকে বানরের দিকে একটি জুসের প্যাকেট নিক্ষেপ করে। বানরটি প্যাকেটটি ধরে নিয়ে সাথে সাথে ফোনটিকে ফেলে দেয়। এমন সময় নিচে থাকা একজন দ্রুত ফোনটি ধরে ফেলেন।
ভিডিওটিতে অনেকেই হাস্যকর মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এটিকে বার্টার সিস্টেম বলা হয়। অন্য একজন বলেছেন, বৃন্দাবনের বানররা সেরা ব্যবসায়ী। আরেকজন বলেছেন, সামান্য জুসের কাছে বিক্রি হয়ে গেছে বানর।
কয়েক মাস আগে ইন্দোনেশিয়ার বালিতেও একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে একটি বানর একজন মহিলার কাছ থেকে দুটি ফলের বিনিময়ে ফোন ফিরিয়ে দিয়েছিল।








