এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চুয়াডাঙ্গায় গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিয়েছে। কিন্তু হিমেল হাওয়ায় জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে।
একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এ কারণে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। শীতের তীব্রতায় জনজীবন আড়ষ্ট হয়ে গেছে। ২৪ দিন পর থেকে জেলায় তাপমাত্রা কমা শুরু করেছে। শীতের কারণে কর্মজীবন বাধাগ্রস্থ হচ্ছে। গত ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষব রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রী সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তাপমাত্রা আরো কমার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।







