এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাসহ ৯ দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।
বৈঠকে গণঅভ্যুত্থানে বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যয়, তাকে সামনে রেখে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিয়ে দেশ গড়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও গঁৎবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে সৃজনশীল কার্যক্রম ও দুর্নীতির মুলোৎপাটনের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন, সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনা ও সংস্কার কর্মসূচি প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে সংস্কার ও পরিকল্পনা দাখিল করা এবং তা নিয়মিত মূল্যায়ন করা, নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে সেই ইতিবাচক ধারণা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের বলেছেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নেয়া ও বাস্তবায়নে ম্যাচিং অর্ডার দিয়েছেন ডক্টর ইউনূস।








