আসছে ইদুল ফিতরে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘জ্বীন ৩’। ২০২৪ সালের ঈদের চলচ্চিত্র ‘জ্বীন-২’-এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি ‘জ্বীন ৩’। জ্বিন ৩-এর সাফল্য ধরে রেখেই মুক্তির চারমাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে। ফ্রাঞ্চাইজি হিসেবে জ্বিন-৩ বাজিমাত করবে বলে সিনেমার কলাকুশলীদের প্রত্যাশা।







