রাজধানীসহ সারাদেশে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে। আজ সকাল থেকেই ঢাকায় হালকা ঠাণ্ডা ভাব উপলব্ধি হয়েছে। ঢাকায় সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের জন্য প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, আজ ২১ নভেম্বর শুক্রবারসকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনের সর্বনিম্ন হিসেবেও উল্লেখ করা হয়েছে। ঢাকায় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও জানানো হয়েছে।







