টাকার বিপরীতে আবারও শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের বেশি দামে ডলার কেনা, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়া ও বাজারে চাহিদা বৃদ্ধির ফলে খোলা বাজারে ডলারের দাম বেড়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে এক ডলারের বিক্রয়মূল্য দাড়িয়েছে ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা পর্যন্ত। যা গত সপ্তাহে সর্বোচ্চ ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
সোনালী ব্যাংকে বৃহস্পতিবার এক ডলারের বিক্রয়মূল্য চলছে ১২২ টাকা ৬০ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। অন্যান্য ব্যাংকেও বিক্রয়মূল্য ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারকেও প্রভাবিত করছে বলে জানাচ্ছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বরে দেশে আমদানি এলসি খোলা হয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের, যা আগস্টের ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলার বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, বাজারে ডলারের চাপ বাড়ার অন্যতম কারণ হলো আমদানি ব্যয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা প্রবাহে ধীরগতি। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের ডলার কেনাও বাজারে চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে।








