২০২৫ কান ক্লাসিকস প্রোগ্রামটি সিনেমার ঐতিহ্যের এক বর্ণাঢ্য উদযাপন হিসেবে ধরা দিতে যাচ্ছে। যেখানে বিখ্যাত হলিউড নির্মাতা কুয়েন্টিন টারান্টিনোকে এ বছরের ‘গেস্ট অব অনার’ হিসেবে সম্মানিত করা হচ্ছে।
টারান্টিনো, যিনি ‘পাল্প ফিকশন’ ছবির জন্য অতীতে পাম দ’ওর জিতেছেন এবং কান চলচ্চিত্র উৎসবের এক পরিচিত মুখ। তিনি চলচ্চিত্র সমালোচক ও প্রামাণ্যচিত্র নির্মাতা এলভিস মিচেলের সঙ্গে একটি কথোপকথনে অংশ নেবেন। সেখানে তিনি আমেরিকান ঘরানার চলচ্চিত্র নির্মাণে শারম্যানের প্রভাব নিয়ে আলোচনা করবেন।
প্রোগ্রামটির উদ্বোধন হবে চার্লি চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’ চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনের মাধ্যমে। এরপর থাকবে বহু পুনঃসংরক্ষিত ক্লাসিক, রেট্রোস্পেকটিভ ও বার্ষিকীভিত্তিক প্রদর্শনী।
কান ক্লাসিকস-এর মূল আকর্ষণের মধ্যে রয়েছে বিখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনিয়ারিতুর প্রথম সিনেমা ‘আমোরেস পেরোস’ (২০০০) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী। যেখানে পরিচালক নিজেও উপস্থিত থাকবেন। ওয়ান ফ্লো ওভার দ্য কোকোস নেস্ট এর ৫০ বছর পূর্তিতে বিশেষ প্রদর্শনী, ১৯৭৫ সালে নির্মিত সিনেমাটির পরিচালক মিলোশ ফোরম্যান। এছাড়া স্লাউসন রেক ডকুমেন্টারির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন শিয়া ল্যাবাফ। যা দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে তার অভিনয় উদ্যোগ নিয়ে তৈরি। এছাড়া রয়েছে কেভিন স্মিথের ‘ডগমা: রেজারেকটেড’ এর ২৫তম বার্ষিকী উদযাপন।
এছাড়াও রয়েছে ৫টি প্রামাণ্য ও উল্লেখযোগ্য চলচ্চিত্র। এরবাইরে ‘রেস্টোরড ক্লাসিকস’ বিভাগে রয়েছে সত্যজিৎ রায়ের আলোচিত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০)। মিকিও নারুসের ফ্লোটিং ক্লাউডস (১৯৫৫, জাপান), হুগো দেল কারিলের মাস আলা ডেল অলভিডো (১৯৫৫, আর্জেন্টিনা), কনরাড উলফের স্টার্স (১৯৫৯, পূর্ব জার্মানি/বুলগেরিয়া) এবং কামেরান হোসনির সায়েদ ইফেন্দি (১৯৫৫, ইরাক)।








