মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর তারা ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত (সোমবার দুপুর ১২টা পূর্বাঞ্চলীয় সময়) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
সোমবার (২৮ জুলাই) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, দুইদেশের এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ২৯ জুলাই মঙ্গলবার কম্বোডিয়া এবং থাই পক্ষের আঞ্চলিক কমান্ডারদের একটি বৈঠক ডাকবে দেশ দুটি।
এর আগে, রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৈঠক করেছেন।
গত ২৪ জুলাই দুই দেশের সীমান্তে গোলাগুলি শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের সীমান্ত নিয়ে বিরোধ কয়েক দশক ধরে চলে আসছে।








