শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের দাপটে যুক্তরাষ্ট্রের টেক্সাসের কয়েকলাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। ঝড়ের পর প্রবল বৃষ্টিতে প্লাবিত একাধিক হাইওয়ে। সারাদিনে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (৯ জুলাই) স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বেরিল। ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এই ঝড় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। প্রবল বৃষ্টিতে কোন কোন অঞ্চলে বন্য়া শুরু হয়েছে। ঝড়ের দাপটে এখন পর্যন্ত চারজনের মৃত্য়ুর খবর পাওয়া গেছে।
মৃতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। একজনের বয়স ৫৩ এবং অন্য়জনের বয়স ৭৪। দুইজনের বাড়ির ওপরেই গাছ ভেঙে পড়ে। বন্য়ার জলে একজন পুলিশকর্মী ভেসে গেছেন বলেও জানা গেছে। ঝড়ের সময় প্রায় ২৫ লাখ মানুষের বাড়ি বিদ্য়ুৎহীন হয়ে পড়ে। উদ্ধারকারীরা সব জায়গায় এখনো পৌঁছাতে পারেননি।
স্থানীয় গভর্নর জানিয়েছেন, বিদ্য়ুৎ আসতে দিনকয়েক সময় লাগবে। কর্মীরা কাজ শুরু করেছেন। কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।








