এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল মধ্যরাত বা শুক্রবার ভোরে। তবে কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানানো হয়।
সরকার ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়াকে পাঠাতে সম্মতি দিয়েছে। পরবর্তী আনুষ্ঠানিকতা হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিতভাবে অবতরণের শিডিউল জানাবে। রাত সাড়ে আটটা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। চিঠি পেলেই অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অবতরণের সম্ভাবনা ধরে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সুইপিং করেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স এলে নিরাপত্তা তদারকি শেষে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারে বিমানবন্দরে নেওয়া হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, তাকে দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক ও সহকারীসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকার কথা রয়েছে।








