ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজে ১-১এ ড্রয়ের পর ওয়ানডে সিরিজে প্রথমটিতে জয় পায়নি বাংলাদেশ। এবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে তিন ওয়ানডের দ্বিতীয়টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ দল।
সেন্ট কিটসে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। রোববার সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ১১ ম্যাচ পর হারের স্বাদ পেল টিম টাইগার্স।
প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি টিম টাইগার্স।
এ সময়ে ঘরের মাঠে দুটি এবং ক্যারিবীয় সফরে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার হেরে গেলে মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের। ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ চারটি ওয়ানডে সিরিজে জেতার যাত্রায় ছেদ পড়বে টিম টাইগার্সের।







