বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) টানা তিন দিনের অর্ধ-দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫জুন) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন তাদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে , তখন একটা বিশেষ মহল বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে একের পরএক ষড়যন্ত্র করে যাচ্ছে।হঠাৎ করে ‘প্রত্যয়’ নামক সর্বজনীন পেনশন স্কিম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর চাপিয়ে দেয়া তার অন্যতম উদাহরণ।
তারা বলেন, এর ফলে মেধাবী শিক্ষার্থীরা আজ শিক্ষকতা নামক মহান পেশা থেকে দূরে সরে যাবে এবং দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাবে, যা আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গভীর অন্তরায় সৃষ্টি করবে এবং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়া হবে ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ অবস্থা উত্তরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের গৌরব ও আত্মমর্যাদার লড়াইয়ে আজ রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ড. দীপেন দেবনাথ, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন প্রমুখ।







