এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ব্রেন্ডন টেলর। চার মাস পরই আসে নিষেধাজ্ঞার খবর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শাস্তি দেয়া হয় জিম্বাবুয়ে তারকাকে। গত ২৫ জুলাই শেষ হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। এবার অবসর ভেঙে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। বুলাওয়ায়োতে আগামী ৭ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে কিউইদের মুখোমুখি হবে রোডেশিয়ানরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হবে ৩৯ বর্ষী টেলর। জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক ক্রেইগ আরভিন জানিয়েছেন এমন।
বলেছেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য তাকে (টেলর) অবশ্যই পাওয়া যাবে। আমি জানি, দলে ফেরার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সে কতটা পরিশ্রম করেছে, বিশেষ করে গত ৮, ১০ কিংবা ১২ মাস ধরে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবার দলে ফিরে পেতে আমি খুবই রোমাঞ্চিত। সতীর্থদের পাশাপাশি দলের প্রতি সে কী অবদান রাখে, সেটা দেখতে মুখিয়ে আছি।’
অবসর ও নিষেধাজ্ঞায় খেলোয়াড়ি জীবন শেষে কোচিং করানোর কথা ভেবেছিলেন টেলর। তবে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি তাকে অবসর ভেঙে মাঠে ফিরতে রাজি করান। মূলত সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াতে চলা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে পেতে চায় দলটি।
নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী, কোনো স্বীকৃত ক্রিকেট খেলতে না পারার পাশাপাশি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলের সঙ্গেও অনুশীলন করতে পারেননি টেলর। তবে হারারের একটি স্কুলের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে টেলর ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে ৬,৬৮৪ করেছেন, টেস্টে ৬টি সেঞ্চুরিতে করেছেন ২,৩২০ রান। টি-টুয়েন্টিতে করেছেন ৯৩৪ রান।








