এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রথম ধাপ সফলভাবে শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন ছিল।
সোমবার ২৯ ডিসেম্বর সেই ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। সম্পন্ন হওয়ার পর নিজেই সে বিষয়টি ফেসবুকে জানিয়েছেন এই প্রার্থী।
এরআগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।
এ লক্ষ্যে এক ফেসবুকে পোস্টে তিনি লিখেন, ‘আজকে সকাল থেকে সাক্ষর সংগ্রহের জন্য আমাদের একটি বুথ বনশ্রী ই ব্লকের মাঠে বসেছে। আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি এই এলাকার ভোটার হয়ে থাকেন, তবে আমাদের বনশ্রী, খিলগাঁও বা সবুজবাগের বুথে এসে স্বাক্ষর প্রদান করে সহায়তা করুন।’
অন্য এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবো। মাত্র এক দিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে।
অবশেষে আজ সেই স্বাক্ষর সম্পূর্ণ হয়। তিনি ফেসবুকে জানান, উই হ্যাভ মেইড ইট ( আমরা পেরেছি)।
প্রসঙ্গত, গত রবিবার (২৮ ডিসেম্বর) তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।









