মেহেদী হাসান মিরাজের ফাইফার ও তাসকিন আহমেদের ঘূর্ণিতে রাওয়ালপিন্ডিতে দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়ে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে টিম টাইগার্স। ম্যাচের নিয়ন্ত্রন নিতে তৃতীয় দিনের পুরোটা সময় বাংলাদেশকে ব্যাটিং করতে দেখতে চান তাসকিন।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেস্তে যায় বৃষ্টিতে। দ্বিতীয় খেলা গড়ালে আগে ব্যাটে নেমে ২৭৪ রানে থেমেছে পাকিস্তান। জবাবে নেমে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের এই পরামর্শ দিয়েছেন তাসকিন।
‘আসলে লিড নেয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পাওয়া যাচ্ছে। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।’
‘তারা দারুণ বোলিং ইউনিট। অতটা দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো করেছে। ব্যাটারদের বলতে চাইব, নতুন বলটাকে পুরনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’







