শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগ থাকা ব্যক্তিদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। সেকেন্ডারি বাজারে বিনিয়োগের ৬ মাসের অভিজ্ঞতা না থাকলে তাদেরকেও ঋণসুবিধা না দেয়ার প্রস্তাব করা হয়েছে। সুপারিশ বাস্তবায়িত হলে শেয়ারের ফোর্স সেল বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে গতি আসবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি।







