বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে এনসিপি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একে পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হিসেবে মন্তব্য করেন তিনি।
আজ (২৪ জানুয়ারি) শনিবার সকালের রাজধানীর বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।








