রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমার আন্তরিক প্রার্থনা শিক্ষার্থীদের জন্য। আমি বিএনপির সকল নেতা কর্মী ও পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো শিক্ষার্থীর এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া উচিত নয়। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।








