এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো জনতা ও নেতাকর্মীদের গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে তারেক রহমান। একই সাথে গুলশানের বাড়ি থেকে হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা শুরু করেন তারা। অন্যদিকে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারেক রহমানও এভারকেয়ারের দিকে রওনা হন।
এরআগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।
বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর আজ তার এই প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।








