ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৫০ রান তাড়ায় নেমে ১৪ রানে হার দেখেছে বাংলাদেশ। তাতে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের। ব্যাট হাতে এদিন ভালো করেছিলেন তানজিদ তামিম। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। টাইগার ওপেনার যখন আউট হন, তখন জিততে ১৮ বলে ৩৩ রান লাগতো। শেষ করে না আসতে পারায় তাই আক্ষেপ তানজিদের। বলেছেন, ‘যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হতে পারতো।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আক্ষেপ প্রকাশ করেন তানজিদ। বলেছেন, ‘আসলে ম্যাচ না জেতায় কিছুর ভ্যালু থাকে না। উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করতে হয় এখানে। একটু স্কিডি ছিল, আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন যেয়েই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়েতে পারতো।’
শেষ তিন ওভারে বাকি ব্যাটাররা ১৮ বলে ১৮ রান করেছেন। হারতে হয়েছে বাংলাদেশকে। তানজিদ জানান, উইকেট একটু স্টিকি হওয়ায় নতুন ব্যাটাররা হাত খুলে খেলতে পারেননি। বলেছেন, ‘এই উইকেটে সেট ব্যাটারেই শেষ করতে হয়। কারণ নতুন ব্যাটার গিয়েই হিটিং করাটা খুব কঠিন এই উইকেটে। আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করেছে। ওদেরও একই অবস্থা হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে। আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ছিল…আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়ত সহজেই ম্যাচটা বের হয়ে আসতো।’
ম্যাচ শেষ করতে না পারায় দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তানজিদ। বলেছেন, ‘যেটা বললাম এখানে গিয়েই মারাটা কঠিন। আমার মনে হয় এটাই আসল কারণ। আমার দায়িত্বটা একটু বেশি ছিল। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি।’








