বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তাণ্ডব’।
চরকি ও হইচই জনপ্রিয় এই দুই ওটিটিতে একযোগে ৭ আগস্ট থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে শাকিব খান অভিনীত এই ছবি।
রায়হান রাফী পরিচালিত তাণ্ডব-এ শাকিব ছাড়াও আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই, যারা প্রত্যেকে পর্দায় রেখেছেন দুর্দান্ত ও শক্তিশালী উপস্থিতি।
ক্ষমতা, প্রতিশোধ আর রাজনীতির জটিল আবর্তে গড়ে উঠেছে ‘তাণ্ডব’-এর কাহিনি। থ্রিল, ড্রামা এবং অ্যাকশনের অনন্য মিশ্রণে এই গল্পটি দর্শকদের মুগ্ধ করেছিল প্রেক্ষাগৃহে। এবার সেই একই উত্তেজনা পৌঁছাতে যাচ্ছে ঘরে ঘরে।
চরকি ও হইচই-তে ’তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ’তাণ্ডব’, যা তার কাছে আনন্দের।
রাফী বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়–তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’








