এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রায় এক দশক ধরে তামিল সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রদীপ কে বিজয়ন। মাত্র ৩৯ বছরে প্রয়াত হলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার চেন্নাইয়ে অভিনেতার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিলাংকারাই পুলিশের বরাতে সংবাদমাধ্যম বলছে, দুদিন ধরে অভিনেতাকে ফোন দিয়ে যাচ্ছিলেন তারই এক ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু ফোনে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে অভিনেতার ঘর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করে।
প্রদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, মাথায় আঘাত ও পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
২০১৩ সালে অভিনয়ে পা রাখেন প্রদীপ। বহু জনপ্রিয় ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে তাকে। হে সিনামিকা, রুদ্রানের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মহারাজা’, যেটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি।








