রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর ওপর নতুন করে চাপ বাড়াল যুক্তরাষ্ট্র। রাশিয়ার দুই বৃহত্তম তেলশোধনাগার ‘রসনেফ্ট’ ও ‘লুকঅয়েল’-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, সব নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের রাজস্ব দপ্তরের অধীন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ওয়াশিংটনের দাবি, তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ব্যবহার করছে রাশিয়া।
এর আগে বুধবার হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প মন্তব্য করেন, আমি যখনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলি, ভালোভাবে আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। ওর সঙ্গে কথা বলে লাভ নেই। আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই প্রসঙ্গে বলেন, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধে পুতিন কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই আমরা এমন দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি, যারা ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি সরবরাহ করছে। এখনই সময় যুদ্ধ থামানোর।








