গেল বছর নগরবাউল জেমসের গানে মেতে উঠেছিলো এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক গ্রুপ ‘ক্লাসরুম’। সদস্যরা এবার মেতে উঠবে তাহসান ও ঐশীর গানে!
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্লাসরুম। আসছে ২৮ অক্টোবর ২০২১ ব্যাচের ২১ বছর এবং ক্লাসরুম এর ৩ বছর পূর্তি। এই উপলক্ষে সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তাহসান-ঐশী ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর পরিবেশে কাটাবে ক্লাসরুমের সদস্যরা।
আয়োজকরা জানায়,‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুঁদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূর্তিতে সব বন্ধুকে একত্রিত করতেই আবারও আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’
ক্লাসরুমে গান গাওয়ার প্রসঙ্গে তাহসান বলেন,‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’ ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরনের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’








