এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ফেরার ম্যাচে দারুণভাবে জ্বলে উঠেছেন নেপালের বোলাররা। বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে অল্প রানে থামিয়ে দিয়েছেন। লামিচানদের দাপটে ১১৬ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে প্রোটিয়াবাহিনী।
সেন্ট ভিনসেন্টে শনিবার ভোরে টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কেবল ১১৫ রান সংগ্রহ করে এইডেন মার্করামের দল।
ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে সমানতালে ছুটে চলতে পারেনি সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৩৪ তোলা দলটি ১৭তম ওভার পর্যন্ত ৯৭ রান তুলতে উইকেট হারায় পাঁচটি।
৫ চার ও এক ছক্কায় ৪৯ বলে ৪৩ রান করে আউট হন ওপেনার রেজা হেনড্রিক্স। কুইন্টন ডি কক ১১ বলে ১০ ও অধিনায়ক এইডেন মার্করাম ২২ বলে ১৫ রান করে আউট হন। প্রোটিয়াদের হয়ে একশর উপরে স্ট্রাইকরেটে ব্যাট করেন শুধু ত্রিস্তান স্টাবস। ১৮ বলে ২৭ রান করে অপরাজিতা থাকেন তিনি।
নেপালের হয়ে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন কুশল ভুর্টেল। বাকি ৩ উইকেট নেন কামাল সিং আইরি।








