এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ভারত। রোহিত-কোহলিদের জয়ের ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
সোমবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রানের জয় তোলে টিম ইন্ডিয়া। ম্যাচে ভারতের পেসার আর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পাচ্ছিলেন তা নিয়ে সন্দেহ জেগেছে ইনজামামের।
বিশ্বকাপ হাঙ্গামা নামে পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে ইনজামাম বলেছেন, ‘আপনি সত্যকে উপেক্ষা করতে পারবেন না। আর্শদীপ সিং যখন ১৫তম ওভারটি করতে আসলেন, তখন বল রিভার্স-সুইং করছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, এমন রিভার্সিং শুরু করাটা কি খুব তাড়াতাড়ি নয়? এরমানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখা উচিত।’
ম্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটসহ ৪ ওভার বল করে ৩৭ রানে ৪ উইকেট নেন আর্শদীপ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে ইংল্যান্ড। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। শনিবার একই সময় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।







