এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফ্রেন। প্রথম আইরিশ হিসেবে অলিম্পিক সাঁতারে সোনা জিতেছেন। ৮০০ মিটার ফ্রিস্টাইলে চ্যাম্পিয়ন হয়ে আসরে দেশের ঝুলিতে প্রথম স্বর্ণপদক এসেছে তার হাত ধরে। মেয়েদর ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওন। আসরে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সোনা এটি, সবমিলিয়ে ১১তম পদক।
রেকর্ড গড়ে সোনা জয়ের পথে ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ড সময় নিয়েছেন ২৩ বছর বয়সী উইফ্রেন। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিঙ্ক। ৭ মিনিট ৩৮.৭৫ সেকেন্ড নেন ফিঙ্ক। ৭ মিনিট ৩৯.৩৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির গ্রেগোরিও প্যালট্রিনিয়ারি।
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন কাইলি ম্যাকিওন। তিন বছর পর প্যারিসেও একই ইভেন্টে সোনা জিতলেন। ৫৭.৩৩ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ অলিম্পিক সোনার দেখা পেয়েছেন অস্ট্রেলীয় সাঁতারু। ৫৭.৬৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের রিগান স্মিথ। তার স্বদেশি ক্যাথারিন বারকফ ৫৭.৯৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।







