প্যারিস অলিম্পিকে করোনা আক্রান্ত হয়ে নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারু ল্যানি প্যালিস্টার। আসরের চতুর্থ দিনে মেয়েদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেননি অজি অ্যাথলেট।
অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি মঙ্গলবার জানায়, ইভেন্ট শুরুর একঘণ্টা আগে বিষয়টি জানতে পেরে প্রতিযোগিতা থেকে সরে আসেন প্যালিস্টার। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দীর্ঘ দূরত্বের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল ২২ বর্ষী সাঁতারু।
গত রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জেতেন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। রুপা জয়ের পরেরদিন কোভিড টেস্টে পজিটিভ হন তিনি।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতো আশ্বস্ত করে জানিয়েছেন, ‘কোভিড ধরা পড়েছে ঠিকই। তবে আমরা ২০২০, ২০২১ বা ২০২২-এ দাঁড়িয়ে নেই। ঝুঁকি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। চিন্তার কিছু নেই।’
২০২০ সালে টোকিও অলিম্পিক হওয়ার কথা থাকলেও পিছিয়ে দেয়া হয়েছিল একবছর। করোনার জন্য পিছিয়ে ২০২১ সালে হয়। প্রত্যেককে করোনা বিধি মেনে চলতে হয়েছিল। মাস্ক পরে অ্যাথলেটরা পোডিয়ামে উঠতেন এবং পদক নিতেন।







