১৮ আগস্ট ছিলো নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন। উপ-মহাদেশের প্রখ্যাত এই নাট্য ব্যক্তিত্বকে নিয়ে দেশে বিদেশে হয়েছে নানা অনুষ্ঠান। আগামি রবিবার তার জন্মজয়ন্তী উপলক্ষ্যে কানাডা প্রবাসী বাঙালি সংস্কৃকিকর্মীরাও আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
কানাডিয়ান বাংলা থিয়েটার এলায়েন্স এর উদ্যোগে অনুষ্ঠিতব্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী অনুষ্ঠানটি রবিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ টিএফএফ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রখ্যাত এই নাট্যব্যক্তিত্বকে নিয়ে আলোচনার পাশাপাশি একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শীত হবে।
১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলায় বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাংলা নাট্য’ অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
১৯৮৬ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান করেন। খ্যাতিমান অধ্যাপক ও নাট্যকার পরিচয়ের পাশাপাশি তিনি ছিলেন গবেষক, সংগঠক, নাট্যনির্দেশক এবং শিল্পতাত্ত্বিক। মুক্তিযুদ্ধ-উত্তরকালে ‘ঢাকা থিয়েটার’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।







