মুম্বাইয়ের জনপ্রিয় একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলেন শাহরুখ কন্যা সুহানা খান। তার সঙ্গে উপস্থিত ছিল টিম ‘দ্য আর্চিজ’।
ভারতের স্বাধীনতা দিবসে মুম্বাইয়ের জনপ্রিয় এক রেস্তোরাঁয় হাজির হন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুররা। সেখানে খাবার পরিবেশন করতে দেখা যায় শাহরুখ-কন্যা, অমিতাভ বচ্চনের নাতি, শ্রীদেবী-কন্যাকে। তাদেরকে অতিথিদের সঙ্গে ছবির জন্য পোজ দিতে দেখা গিয়েছে। এমন প্রচারণা দেখে সুহানাদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

জানা গেছে, জানা গেছে চ্যারিটি হিসেবে এই আয়োজন করা হয়েছে। প্রতিটি খাবারের দাম নেয়া হয়েছে ২৩০০-২৫০০ রুপি করে। এই অর্থ ব্যয় করা হয়ে কৃষকদের জন্য।
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে সুহানাকে অন্যতম মূল চরিত্রে দেখা যাবে। সুহানা, খুশি, অগস্ত্য নন্দা ছাড়াও ছবিতে আরও থাকছেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডাসহ আরও অনেকে। চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘দ্য আর্চিজ’।
সূত্র: কইমই








